০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক কর্মশালা

সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সার্কিট হাউজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সার্কিট হাউজে বন বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ। তিনি সর্প দংশনের পর করণীয়, দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে সর্প দংশনে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারান। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই মৃত্যুহার কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

কর্মশালায় স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি,জেলার সকল প্রাথমিকের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচকরা সর্প দংশনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও সঠিক তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীর মগবাজারে হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’

টাঙ্গাইলে সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক কর্মশালা

প্রকাশিত : ০৩:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সর্প দংশন প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল সার্কিট হাউজে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সার্কিট হাউজে বন বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

মুখ্য উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ। তিনি সর্প দংশনের পর করণীয়, দ্রুত চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন। তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে সর্প দংশনে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারান। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই মৃত্যুহার কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

কর্মশালায় স্বাস্থ্য বিভাগ, বন বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি,জেলার সকল প্রাথমিকের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচকরা সর্প দংশনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও সঠিক তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএস./