আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিতের হাতকে আরো শক্তিশালী করতে গাঁড়াদহ ২নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর ) রাত ৮ টায় উপজেলার মশিপুর উত্তরপাড়া আলহাজ্ব মরহুম আবুল কালাম মাষ্টারের বাড়িতে মশিপুর ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গাঁড়াদহ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় মশিপুর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার।
অন্যান্যদের মাঝে গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলি,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন,গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মমিনুল হক হিরা,সাবেক যুবনেতা ও গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য কামরুল হুদা,কবি ও সাহিত্যিক হোসেন শহিদ সরোয়ারদী,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালেক,২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত উঠান বৈঠকে বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর গন মানুষের আস্তা প্রফেসর ডক্টর এম এ মুহিতের নেতৃত্বে সবাই ধানের শীষে ভোট দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
ডিএস./