কুমিল্লায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সওজ বিভাগের মাস্টাররোল শ্রমিক-কর্মচারীদের কয়েক মাসের বেতন-ভাতাদি না পাওয়ার সমস্যা নিরসনসহ বিভিন্ন দাবিতে রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী কুমিল্লা সড়ক ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সওজ শ্রমিক ইউনিয়ন কুমিল্লার সভাপতি আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাহিদুল ইসলাম, আরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভ‚ঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর আলম, দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের মাসিক ভিত্তিতে বেতন প্রদান, প্রথম যোগদানের তারিখ হতে পেনশন নীতিমালা চূড়ান্তকরণ, কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক রাজস্বখাতে আনয়ন, ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ীকরণ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানসহ অন্যান্য দাবিসমূহ অবিলম্বে বাস্তবায়নের দাবি তুলে ধরেন। এসময় তারা দাবির স্বপক্ষে প্লেকার্ড উঁচিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ডিএস./