০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

কালীগঞ্জে ৬৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে গাজীপুরের কালীগঞ্জে ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলীসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়েছে।

এর মধ্যে সরিষা ফসলের আবাদে ৬০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। গম ফসলের আবাদে ৩০ জন কৃষককে দেওয়া হয়েছে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া মুগ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে ৬৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ০৩:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে গাজীপুরের কালীগঞ্জে ৬৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলীসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে সরিষা, গম ও মুগ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়েছে।

এর মধ্যে সরিষা ফসলের আবাদে ৬০০ জন কৃষক পেয়েছেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। গম ফসলের আবাদে ৩০ জন কৃষককে দেওয়া হয়েছে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। এছাড়া মুগ ফসলের আবাদ বৃদ্ধির জন্য ৩০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

ডিএস./