নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে ২০০শত পিস ইয়াবাসহ মোসলেম উদ্দিন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
এসময় তার দেহ তল্লাশী করে চারটি জিপারে রক্ষিত দুইশত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার মোসলেম উদ্দিন জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকার মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল জালকুড়ি উত্তরপাড়া এলাকায় রাত্রীকালীন ডিউটিতে থাকাবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন জালকুড়ি উত্তরপাড়া সাকিনস্থ খোলা মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী মোসলেম উদ্দিন অবস্থান করছেন। পরে ঘটনাস্থলে আসলে পুলিশের উপস্থিতি টের
পেয়ে মাদক ব্যবসায়ী মোসলেম উদ্দিন দৌড়ে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর ডান কোচ হতে চারটি জিপারে রক্ষিত দুইশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, জালকুড়ি উত্তরপাড়া এলাকায় রাত্রিকালীন ডিউটি চলাকালে আমাদের সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিএস./