চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মোঃ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারী মু. কুতুবউদ্দিন শিবলী, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কোস্টগার্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও নাগরিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগীতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সুসংহত হবে।’
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগীতা অপরিহার্য। যে কোনো তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।”
এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন সভায় বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাস্থ্যসেবার মানও উন্নত হয়। আমরা জনগণকে সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
ডিএস./