পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স হলে(২৫ অক্টোবর ২০২৫ তারিখে) দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ-এর সপ্তম বার্ষিক কনফারেন্স দিনব্যাপী এক উৎসবমুখর ও জ্ঞানসন্ধানী পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ’ – এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সম্মেলনে উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে ভেটেরিনারি সায়েন্সের অগ্রণী ভূমিকা নিয়ে নানা আলোচনা ও গবেষণা উপস্থাপিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোঃ ইকতিয়ার উদ্দিন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ডঃ খন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।
কনফারেন্স আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ডঃ মোহাম্মদ রুহুল আমিন তার স্বাগত বক্তব্যে সকল অতিথি, অংশগ্রহণকারী ও সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ উন্নয়নের জন্য টেকসই উদ্ভাবন ও যুগোপযোগী ভেটেরিনারি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্পখাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নেন। এনিমেল হেলথ, প্রোডাকশন, ফুড সেফটি, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর), ভ্যাক্সিনেশনসহ প্রাণিসম্পদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করে।
কনফারেন্সের সদস্য-সচিব ডাঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এফডিআইএল, বরিশাল, ধন্যবাদ জ্ঞাপন করেন। সোসাইটির সভাপতি প্রফেসর ডঃ মোঃ আহসানুর রেজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পবিপ্রবি প্রশাসন ও বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই সম্মেলনের সার্বিক সাফল্যে আন্তরিক সহযোগিতা প্রদান করে। প্রানবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপনা ও গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে কনফারেন্সটি উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সমন্বিত প্রচেষ্টাকে আরও বেগবান করার অঙ্গীকারে পরিণত হয়।
ডিএস./




















