চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আজ চট্টগ্রাম বন্দর অডিটোরিয়াম-এ “Agent Desk System” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও দ্রুত, স্বচ্ছ ও সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্যে এ কর্মশালাটি আয়োজন করে বন্দর কর্তৃপক্ষের প্রযুক্তিগত সহযোগী প্রতিষ্ঠান Magnetism Tech Limited।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনপিপি, পিএসসি, বিএন। অনুষ্ঠানের উদ্বোধন করেন Magnetism Tech Limited-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিব কাদের চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি Agent Desk System-এর লক্ষ্য, সুবিধা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।
পরে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান বন্দরের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এ উদ্যোগকে “একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” উল্লেখ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন।
এর পরবর্তী পর্বে Magnetism Tech Limited-এর প্রযুক্তি দল সিস্টেমটির বিভিন্ন মডিউল, কার্যপ্রণালী এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা উপস্থাপন করে। কর্মশালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিপিং এজেন্ট, সি অ্যান্ড এফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএস./




















