০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

রেল উন্নয়ন ও বন্যপ্রাণী সুরক্ষায় বাংলাদেশ মডেল: অভিজ্ঞতা নিতে ভুটান টিমের সফর

বাংলাদেশ রেলওয়ের ডিসিআরপি প্রকল্পে বাস্তবায়িত হাতি সংরক্ষণ, ঝুঁকি প্রশমন ব্যবস্থা ও পর্যটন সংযুক্তিকরণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ভুটানের রয়্যাল গভর্নমেন্ট (RGOB)-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) আয়োজিত এ সফরের অংশ হিসেবে ২৭ অক্টোবর (সোমবার) চট্টগ্রামের সিআরবিতে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রারম্ভিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. শুবক্তগীন।

বৈঠকে বক্তারা জানান, দোহাজারী–কক্সবাজার রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশে বন্যহাতির প্রাকৃতিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নকশা প্রণয়ন করা হয়েছে। এর আওতায়

হাতি চলাচলের বাইপাস সড়ক (Elephant By-pass Road)

করিডরভিত্তিক আন্ডারপাস/ওভারপাস ব্যবস্থা

হাতে কলমে প্রশিক্ষিত মহুত টিম ও রেসপন্স ইউনিট

হুঁশিয়ারি সাইনেজ ও স্মার্ট মনিটরিং ডিভাইস

ট্রেন অপারেশন কন্ট্রোলে রিয়েল–টাইম নির্দেশনা

এসব ব্যবস্থা ইতোমধ্যেই মাঠপর্যায়ে বাস্তবায়ন ও পরীক্ষা কার্যক্রমে এসেছে। এতে রেল চলাচল ও বনাঞ্চলে হাতির মুক্তগমন দুই পক্ষেই ঝুঁকি কমেছে বলে সংশ্লিষ্টরা বৈঠকে উল্লেখ করেন।

ভুটান প্রতিনিধি দল প্রকল্পের এসব উদ্ভাবনী পদক্ষেপের প্রশংসা করে জানান, কমিউনিটি এনগেজমেন্ট, রেল–বন্যপ্রাণী সুরক্ষা ও পর্যটন সংযুক্তিকরণ—তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে বিবেচনা করায় এ প্রকল্পটি দক্ষিণ এশিয়ায় একটি নীতিগত উদাহরণ তৈরি করেছে। দলটি দোহাজারী–কক্সবাজার রেললাইন এবং হাতির করিডর এলাকা সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের মাঠপর্যায়ের অভিজ্ঞতা সংগ্রহ করবে বলে জানা গেছে।

এডিবি প্রতিনিধিরা বলেন, আন্তঃদেশীয় অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যৎ প্রকল্প নকশায় উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত তৈরি করবে। বৈঠকের শেষে প্রতিনিধি দলের পরিদর্শন সূচি ঘোষণা করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রেল উন্নয়ন ও বন্যপ্রাণী সুরক্ষায় বাংলাদেশ মডেল: অভিজ্ঞতা নিতে ভুটান টিমের সফর

প্রকাশিত : ০৪:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ রেলওয়ের ডিসিআরপি প্রকল্পে বাস্তবায়িত হাতি সংরক্ষণ, ঝুঁকি প্রশমন ব্যবস্থা ও পর্যটন সংযুক্তিকরণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ভুটানের রয়্যাল গভর্নমেন্ট (RGOB)-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) আয়োজিত এ সফরের অংশ হিসেবে ২৭ অক্টোবর (সোমবার) চট্টগ্রামের সিআরবিতে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রারম্ভিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. শুবক্তগীন।

বৈঠকে বক্তারা জানান, দোহাজারী–কক্সবাজার রেল প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশে বন্যহাতির প্রাকৃতিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নকশা প্রণয়ন করা হয়েছে। এর আওতায়

হাতি চলাচলের বাইপাস সড়ক (Elephant By-pass Road)

করিডরভিত্তিক আন্ডারপাস/ওভারপাস ব্যবস্থা

হাতে কলমে প্রশিক্ষিত মহুত টিম ও রেসপন্স ইউনিট

হুঁশিয়ারি সাইনেজ ও স্মার্ট মনিটরিং ডিভাইস

ট্রেন অপারেশন কন্ট্রোলে রিয়েল–টাইম নির্দেশনা

এসব ব্যবস্থা ইতোমধ্যেই মাঠপর্যায়ে বাস্তবায়ন ও পরীক্ষা কার্যক্রমে এসেছে। এতে রেল চলাচল ও বনাঞ্চলে হাতির মুক্তগমন দুই পক্ষেই ঝুঁকি কমেছে বলে সংশ্লিষ্টরা বৈঠকে উল্লেখ করেন।

ভুটান প্রতিনিধি দল প্রকল্পের এসব উদ্ভাবনী পদক্ষেপের প্রশংসা করে জানান, কমিউনিটি এনগেজমেন্ট, রেল–বন্যপ্রাণী সুরক্ষা ও পর্যটন সংযুক্তিকরণ—তিনটি ক্ষেত্রকে সমন্বিতভাবে বিবেচনা করায় এ প্রকল্পটি দক্ষিণ এশিয়ায় একটি নীতিগত উদাহরণ তৈরি করেছে। দলটি দোহাজারী–কক্সবাজার রেললাইন এবং হাতির করিডর এলাকা সরেজমিন পরিদর্শন করে প্রকল্পের মাঠপর্যায়ের অভিজ্ঞতা সংগ্রহ করবে বলে জানা গেছে।

এডিবি প্রতিনিধিরা বলেন, আন্তঃদেশীয় অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যৎ প্রকল্প নকশায় উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত তৈরি করবে। বৈঠকের শেষে প্রতিনিধি দলের পরিদর্শন সূচি ঘোষণা করা হয়।

ডিএস./