বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় বিএনপির শীর্ষ পর্যায়ের তিন বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (সিসিএস শাখা)।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বাদ জোহর অত্র দপ্তরের ইবাদত খানায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন–এর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় রেল শ্রমিক দলের উপ-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিভাগীয় সম্পাদক এস কে মজিবুর রহমান, সিসিএস শাখার সভাপতি মো. আমিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান, কার্যকরী সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আল রাব্বি, মাইনুল ইসলাম রানা, আব্দুল কাদির, রাশেদুল হক, আতিকুর রহমান, অহিদ উল্লাহ মিরাজ, দেলোয়ার হোসেনসহ অত্র শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ, এবং অসুস্থ সকল নেতৃবৃন্দের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডিএস./
 
																			 
																		 চট্টগ্রাম ব্যুরো
																চট্টগ্রাম ব্যুরো								 









