জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ৭১ নং সানাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা আক্তার গত ১৮/১০/২০২৫ ইং শনিবার অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলা নং ২০৭(১)২০ এবং দায়রা মো: নং ২২৬/২২ মামলায় গত ১৮/১০/২৫ইং শনিবার জামালপুরে বাবার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে জেলা ও দায়রা জজ আদালত জামালপুর এ সোপর্দ করলে বিজ্ঞ যুগ্ম দায়র জজ জামিন না মঞ্জুর কর জেল হাজতে প্রেরন করেন।
মামলার বাদী ও তার সহকর্মী সাথে কথা বলে যানা যায়, এই শিক্ষক আকলিমা আক্তার বিভিন্ন জনের সাথে সক্ষতার ও প্রতারণা করে এবং অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করে, ব্লাক মেইল করে প্রথমে হাওলাদ এবং সুবিধা মতো সময়ে প্রতারণা করে টাকা নিয়ে সেই টাকা আত্মসাতের পায়তারা করছেন। সেই লক্ষে অনেক পাওনাদার মামলা করে এবং শিক্ষক আকলিমা আক্তার একাধিকবার জেল হাজতে যায়,এবং জামিনে বাইরে চলে আসে পূনরায় আগের মতোই প্রতারণা শুরু করে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানা যায় আকলিমা আক্তারের বিয়ে হয় সানাকুর এক সম্ভ্রান্ত পরিবারে। তার স্বামীর নাম মমিনুল ইসলাম মিন্টু, তবে তাদের বর্তমানে বিবাহ বিচ্ছেদ হয়েছে, তার এই আচরণে অতিষ্ঠ হয়ে স্বামী আকলিমা কে তালাক প্রদান করেন। বর্তমানে সে বাবা অবঃ ব্যাংকার আব্দুল আজিজের কাচারীপাড়া পাঁচ রাস্তার বাসায় বসবাস করেন।
এ ব্যপারে সরিষাবাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিও) নাহীদা ইয়াছমিনের নিকট জানতে চাইলে তিনি বলেন সহকারী শিক্ষক আকলিমা আক্তারের বিরুদ্ধে মামলায় জেল হাজতে যাওয়ার বিষয়ে অবগত হয়ে তার স্কুলে অনুপস্থিত থাকার বিষয় অবগত হয়ে ডিপিও অফিসে প্রতিবেদন দাখিল করি। এবং উর্ধতন কর্মকর্তা যাচাই বাছাই করে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছেন।
 
																			 
																		 কামরুল ইসলাম
																কামরুল ইসলাম								 




















