বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে দুস্থদের জন্য এক টাকার বাজার ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর বুধবার সকালে শহরের জুলাই চত্বর প্রাঙ্গনে ফেনী জেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ টাকায় বাজারের মধ্যে রয়েছে- চাউল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, বিস্কুট ১ প্যাকেট। এছাড়া ৫০০ জন শ্রমজীবীর মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, জেলা যুবদলের সদস্য বেলাল হোসেন, ইসরাফিল মাসুদ প্রমুখ।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, ফেনী জেলা যুবদল তাদের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে একটু ভিন্নভাবে করতে চেয়েছ। যাতে করে যুবদলকে মানুষের কাছাকাছি নিয়ে যায়। মানুষের জন্য রাজনীতি করার যে প্রয়াস ওয়েলফেয়ার পলিটিক্সের যে প্রয়াস সেটি যুবদল করে যাবে। এজন্য ফেনীতে যুবদলের যে ৫০ হাজার নেতাকর্মীদের মধ্যে ৪৭ হাজার নেতাকর্মী যাতে প্রত্যেকে একটি করে ভালো কাজ করে।
ডিএস./



















