কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে পানির প্রবেশাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভূবন হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে একশনস টু ক্লাইমেট চেঞ্জ ইনশিওরিং সাসটেইনএবল সলুশ্যন(এক্সেস) প্রজেক্টের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল শিখর চন্দ্র রায়। এছাড়া সভায় সদস্য হিসাবে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা, পাঁচগাছী এবং ভোগডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য, ওয়ার্ড জলবায়ু যুবফোরাম সদস্য, প্রতিবন্ধি সংস্থার প্রতিনিধি এবং কুড়িগ্রাম সদর উপজেলা জলবায়ু পরিষদের সদস্য।
অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডিও-এক্সেস প্রজেক্ট, কুড়িগ্রামের অফিসার লাইভলিহুড এন্ড এগ্রিকালচার মোঃ সোহেল রানা।এ সময় দুর্যোগকালীন সময়ে বিশেষ করে বন্যা এবং খরার সময় নিপারদ পানির ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে বিষদ আলোচনা করেন বক্তরা।
ডিএস./



















