নোয়াখালীর সুবর্ণচরে ২৪ হাজার টাকার জাল নোটসহ নুর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট বাজার থেকে তাকে আটক করা হয়।
নুর আলম জেলার সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের ইব্রাহিম ড্রাইভারের ছেলে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহীন মিয়া জানান,
বৃহস্পতিবার রাতে স্থানীয় আবদুল্লাহ মিয়ারহাট বাজারে মুদি দোকানে সুজি কিনতে গিয়ে দোকানদারকে ১ হাজার টাকার একটি নোট দিয়ে অবশিষ্ট টাকা নিয়ে বের হয়ে দ্রুত চলে যায়, নোট দেখে দোকানদারের সন্দেহ হলে পাশের দোকানদারকে জানায়। পরে রাস্তা থেকে অন্য দোকানীর সহযোগিতায় তাকে আটক করে চরজব্বার থানা পুলিশ খবর দেয়। পুলিশ এসে তাকে তল্লাশি করে মানিব্যাগ থেকে ২৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
শাহীন মিয়া আরো জানান, নুর আলমের বিরুদ্ধে চরজব্বার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (৩১অক্টোবর)সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ডিএস./
 
																			 
																		 সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
																সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :								 




















