বাংলাদেশে প্রথমবারের মতো চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” নামের একটি বুকস্টল উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্টেশনের প্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে “পাঠক কর্নার” উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সময়কে আনন্দময় করে তুলতে এই বিশেষ নিয়েছে ।
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদারসহ পৌরসভার কর্মকর্তারা।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, ‘‘ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের সময়কে আনন্দময় করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।’’
তিনি আরো বলেন, “শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন শুধু মৌলভীবাজার জেলার নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। পর্যটন নগরী হিসেবে প্রতিদিন এখানে অসংখ্য ভ্রমণপ্রেমী, শিক্ষার্থী ও ভিআইপি যাত্রী যাতায়াত করেন। অনেক সময় ট্রেন বিলম্বের কারণে যাত্রীদের অপেক্ষা করতে হয়। তাদের সময়টিকে অর্থবহ ও আনন্দদায়ক করে তুলতেই এই ‘পাঠক কর্নার’ স্থাপন করা হয়েছে। সবার সহযোগিতায় এই উদ্যোগটি দেশের অন্যান্য স্টেশনেও অনুসরণীয় হয়ে উঠবে বলে আমি আশাবাদী।”
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য “পাঠক কর্নার” উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
ডিএস./
 
																			 
																		 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
																শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:								 



















