ময়মনসিংহ নগরীর ৩০ নং ওয়ার্ডের কিসমত এলাকায় জমি জালিয়াতি মামলার রায় প্রকাশ বিলম্বের প্রতিবাদে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি জেলা প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মুফিদুল ইসলাম কিসমত এলাকার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দেন, মৃত ওমর আলীর সম্পত্তি সংক্রান্ত মামলার সকল নথি যথাযথভাবে পর্যালোচনা করা হবে এবং চূড়ান্ত রায় দ্রুত প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে কিসমত এলাকার সর্বস্তরের জনগণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমি জালিয়াত চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ ছিল, মৃত ওমর আলীর সম্পত্তি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করছে মাসুদ রানা সাথী ও তার একটি প্রভাবশালী চক্র। তারা অভিযোগ করেন, একাধিক শুনানি শেষে ২৭ অক্টোবর চূড়ান্ত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হলেও অদৃশ্য প্রভাবের কারণে রায় প্রকাশ করা হয়নি। জেলা প্রশাসক মুফিদুল আলম অনশনকারীদের দাবিগুলো শোনার পর বলেন, “যে কোনো প্রকার জালিয়াতি বা অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। মামলার নথি যাচাই করে আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” তার আশ্বাসের পর এলাকাবাসী শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি স্থগিত করেন। অনশন প্রত্যাহারের পর কিসমত এলাকার প্রতিনিধি মোঃ আতা, নজরুল ইসলাম, সেকান্দার আলী ও ফজলু জানান, “জেলা প্রশাসক আমাদের দাবি শুনেছেন এবং দ্রুত রায় কার্যকর করার আশ্বাস দিয়েছেন। আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখে অনশন কর্মসূচি স্থগিত করেছি।”
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসনের হস্তক্ষেপে মৃত ওমর আলীর সম্পত্তি জালিয়াতদের হাত থেকে রক্ষা পাবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।




















