আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫ টি আসনের চারটিতেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক গুলশান কার্যালয়ে দলীয় সভা শেষে সংবাদ সম্মেলনে ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে পাবনার চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা ১ আসনে দলের প্রার্থী কে হবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দলের একটি সূত্র বলছে, এই আসনে দলের বাইরে থেকে নতুন চমক আসতে পারে।
ধানের শীষের ঘোষিত প্রার্থীরা হলেন, পাবনা ২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা ৩ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, পাবনা ৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা ৫ আসনে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। তবে এ তালিকা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
                           
																			
																		




















