০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী তালিকা ঘোষণার পরপর রাতেই ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থকরা। সমাবেশে মঙ্গলবার সকাল ১১টায় আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস।

মনোনয়ন ঘোষণার পরপরেই উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থক নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষুব্দ হয়ে পড়েন। এ মনোনয়ন বাতিলের দাবিতে তাৎক্ষনিক শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ।

প্রতিবাদে সমাবেশে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সহধর্মিনী সাইদা মাসরুর বলেন, ১৭টি বছর আমি স্বামীর সাথে একটি রাতেও শান্তিতে ঘুমাতে পারি নাই। কখনও রয়েছে জেলে আর কখনও রয়েছে পালিয়ে। দলের জন্য তিনি সব দিয়েছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলো জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে।
এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হিরণ অনেক মামলা- হামলার শিকার হয়েছে। হিরণ হচ্ছে গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পাওয়ায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ দলীয় সিদ্ধান্ত ও মনোনয়নপ্রাপ্ত নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্দেশনা ব্যতিত কাউকে আনন্দ মিছিল না করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেন।

ডিএস./

ট্যাগ :

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ০৪:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী তালিকা ঘোষণার পরপর রাতেই ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থকরা। সমাবেশে মঙ্গলবার সকাল ১১টায় আবারও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস।

মনোনয়ন ঘোষণার পরপরেই উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সমর্থক নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষুব্দ হয়ে পড়েন। এ মনোনয়ন বাতিলের দাবিতে তাৎক্ষনিক শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য সেলিম আজাদ।

প্রতিবাদে সমাবেশে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সহধর্মিনী সাইদা মাসরুর বলেন, ১৭টি বছর আমি স্বামীর সাথে একটি রাতেও শান্তিতে ঘুমাতে পারি নাই। কখনও রয়েছে জেলে আর কখনও রয়েছে পালিয়ে। দলের জন্য তিনি সব দিয়েছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলো জেলে আর আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনে।
এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হিরণ অনেক মামলা- হামলার শিকার হয়েছে। হিরণ হচ্ছে গৌরীপুর বিএনপির প্রাণ। মনোনয়ন বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পাওয়ায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ দলীয় সিদ্ধান্ত ও মনোনয়নপ্রাপ্ত নমিনী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্দেশনা ব্যতিত কাউকে আনন্দ মিছিল না করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেন।

ডিএস./