মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সরেজমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাসার গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল ।
সোমবার (৪ নভেম্বর) রাত ২ টায় উপজেলার ভবেরচর সাতকানিয়া সিরাজুল ইসলাম বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানাযায়।
সিরাজুল ইসলাম এর ছেলে মামুন (৩৬) বলেন, ডাকাত দলের সদস্য জানালার গ্রিল কেটে রুমের ভেতরে প্রবেশ করে । তারা মুল গেট খুলে ২০/২৫ জন রুমে ঢুকে বাবা মাকে বেধে এবং পিস্তল মাথায় ধরে রাখে আমার মা ভয়ে তাদের হাতে চাবি দিলে তারা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে ও তিনটি মোবাইল ভেংঙ্গে দেন । যাওয়ার সময় বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে যায় আমাদের ক্ষমা করে দেন আমরা চাপে পরে এই কাজটি করতে বাধ্য হয়েছি ।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পরিদর্শন করেছি গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখতেছি অতি দ্রুত ডাকাত চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নিবো ।
ডিএস.




















