০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

ব্ল্যাক ব্রাইডাল লুকে ভাবনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • 272

ছবি সংগৃহীত

সাম্প্রতিক একটি ফটোশুটে হাজির হয়ে ব্ল্যাক ব্রাইডাল লুকে অন্যরকম আকর্ষণ ছড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ।ব্ল্যাক ব্রাইডাল গাউন, সূক্ষ্ম জুয়েলারি ও মিনিমাল মেকআপে আভিজাত্য ও মোহনীয়তার পারফেক্ট মিশ্রণে ঐতিহ্যবাহী সাদা বা পেস্টেল গাউনের বাইরে গিয়ে এই ডার্ক ও এলিগ্যান্ট স্টাইল তাঁর ব্যক্তিত্বকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে।

আলো-আঁধারির আবহ যোগ করেছে আলাদা এক সৌন্দর্য অ্যান্টিক ফিনিশের জড়োয়া গয়না পরেছেন ভাবনা এবং টানা নথ, বড় কানবালা আর হাতভর্তি চুড়ি থাকলেও গনা খালি রেখেছেন। তিনি ছোট টিপ, ন্যুড লিপস আর স্মুদ ফিনিশের সফট গ্ল্যাম লুকের সঙ্গে টেনে বাঁধা খোঁপার সঙ্গে আছে হাতে আলতার সাজ ।সব মিলিয়ে ভাবনার এই ব্ল্যাক ব্রাইডাল লুক সত্যিই চমকপ্রদ।

দর্শকরা তাঁর এই সাহসী ও ভিন্নধর্মী স্টাইলের প্রশংসা করছেন। মেকআপ ও জুয়েলারি কম হলেও ভাবনার এই লুক সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে এবং স্টাইল প্রেমীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

ব্ল্যাক ব্রাইডাল লুকে ভাবনা

প্রকাশিত : ১১:৫৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সাম্প্রতিক একটি ফটোশুটে হাজির হয়ে ব্ল্যাক ব্রাইডাল লুকে অন্যরকম আকর্ষণ ছড়াচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ।ব্ল্যাক ব্রাইডাল গাউন, সূক্ষ্ম জুয়েলারি ও মিনিমাল মেকআপে আভিজাত্য ও মোহনীয়তার পারফেক্ট মিশ্রণে ঐতিহ্যবাহী সাদা বা পেস্টেল গাউনের বাইরে গিয়ে এই ডার্ক ও এলিগ্যান্ট স্টাইল তাঁর ব্যক্তিত্বকে নতুনভাবে ফুটিয়ে তুলেছে।

আলো-আঁধারির আবহ যোগ করেছে আলাদা এক সৌন্দর্য অ্যান্টিক ফিনিশের জড়োয়া গয়না পরেছেন ভাবনা এবং টানা নথ, বড় কানবালা আর হাতভর্তি চুড়ি থাকলেও গনা খালি রেখেছেন। তিনি ছোট টিপ, ন্যুড লিপস আর স্মুদ ফিনিশের সফট গ্ল্যাম লুকের সঙ্গে টেনে বাঁধা খোঁপার সঙ্গে আছে হাতে আলতার সাজ ।সব মিলিয়ে ভাবনার এই ব্ল্যাক ব্রাইডাল লুক সত্যিই চমকপ্রদ।

দর্শকরা তাঁর এই সাহসী ও ভিন্নধর্মী স্টাইলের প্রশংসা করছেন। মেকআপ ও জুয়েলারি কম হলেও ভাবনার এই লুক সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে এবং স্টাইল প্রেমীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।

ডিএস./