আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমাটি। ঈদ-উল-আজহায় ‘দহন’ মুক্তি পাবার কথা ছিল। কিন্তু কারিগরি কাজ ভিএফএক্স ও এডিটিংর জন্য তাড়াহুড়া করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাইতো নতুন তারিখ হিসেবে ৫ অক্টোবর চূড়ান্ত করেছে তারা।
‘দহন’ সিনেমাটি নির্মিত হয়েছে ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্প নিয়ে। সিনেমায় ‘পোড়ামন ২’র সফল জুটি সিয়াম-পূজাকে দেখা যাবে।
সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টস কর্মীর চরিত্রে দেখা যাবে। আর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে।
২০১২ সালের ৫ অক্টোবর ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শাহীন সুমন পরিচালিত সিনেমায় অভিনয় করেন বাপ্পি চৌধুরী ও মাহি। এটি ছিল তাদের প্রথম সিনেমা।
আর প্রথম সিনেমাটি ব্যবসা সফল হয়। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছে জাজ। প্রতিষ্ঠানটি প্রযোজিত প্রথম সিনেমা মুক্তির দিনই ‘দহন’ মুক্তি পাচ্ছে।


























