আবারও টিভি নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে জুটি বাঁধলেন আফজাল হোসেন। আসছে ঈদ উল আযহায় এটিএন বাংলায় প্রচার হবে ‘নূরুল আলমের মধুচন্দ্রিমা’ নামের একটি নাটক। এ নাটকেই স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের। নাটকটি নির্মাণ করেছেন আরিফ খান আর রচনা করেছেন বদরুল আনাম সৌদ।
এটিএন বাংলার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নাটকের গল্পে দেখা যাবে, নূরুল আলম ও নিশাত বেগমের বিয়ে হয়েছে প্রায় মাস খানেক হয়ে গেল। শত ইচ্ছা থাকার পরও নানা ঝামেলায় তাদের এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি। না যাওয়ার পেছনে আরও একটা কারণ আছে। সেটা হলো, নূরুল আলম কিছুতেই বুঝে উঠতে পারছেন না, মধুচন্দ্রিমায় কোথায় যাবেন। শেষ পর্যন্ত এক দিন সকালে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা হন নূরুল আলম ও নিশাত বেগম। কিন্তু কপাল ছিল মন্দ, ঘণ্টা দুয়েক পর পায়ে হেঁটে দুজনেই বাড়ি ফেরেন। কিছুদূর যেতে না যেতেই গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাদের।
এবার মধুচন্দ্রিমার পরিকল্পনা নিজে হাতে তুলে নেন নিশাত বেগম। কোথায় যাবেন সেটা ঠিক করতে ম্যাপ নিয়ে বসেন। ঠিক এমন সময় এক তরুণী আবদার নিয়ে উপস্থিত হয় নিশাত বেগমের কাছে। ওই তরুণী আসে ঢাকা থেকে। এ নিয়েই এগিয়ে চলে নাটকের গল্প।


























