জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,প্রেসক্লার যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন,লোক সমাজের প্রকাশক সম্পাদক শান্তনু ইসলাম সুমিত,প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক,লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক বেনজিন খান,যশোর ড্যাব নেতা ডাঃ ফারুক এহতেশামুল পরাগ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেল।
ডিএস,./






















