জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-এর উপস্থাপনায় ও রুম্মান রশীদ খানের গ্রন্থনা এবং সাইফুল ইসলামের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনের আসন্ন ঈদুল আজহার জন্য নির্মিত অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’ তে- অতিথি হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও জয়া আহসান কে।
সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘দেবী’ চলচ্চিত্রটি। আর এটি প্রযোজনা করছেন জয়া আহসান। ছবির অভিনেতা চঞ্চল চৌধুরীর মধ্যকার ও প্রযোজক জয়া আহসানের রসায়ন আবিষ্কার করা হয়েছে পুরো অনুষ্ঠান জুড়ে।
জয়া বলেন, এর আগে চঞ্চলকে অবশ্যই পছন্দ করতাম। ভালো লাগতো তার অভিনয়। তবে ‘মিসির আলি’ চরিত্রে তাকে অভিনয় করতে দেখে আমি সত্যি সত্যি চঞ্চলের প্রেমে পড়ে গিয়েছি।
অন্যদিকে চঞ্চল বলেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘রানু’ চরিত্রটি দুই বাংলায় এত সংবেদনশীলভাবে জয়া ছাড়া অন্য কোনো অভিনেত্রী চরিত্রের প্রতি সুবিচার করতে পারতেন না। সাম্প্রতিককালে বিখ্যাত কোনো ব্যক্তির জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে উপমহাদেশের চলচ্চিত্রে।
জয়া আহসান জানান, তাকে নিয়ে বায়োপিক নির্মিত হলে সেখানে তিনি নিজেই অভিনয় করতে চান। তবে অন্য কোনো ব্যক্তির চরিত্রে যদি অভিনয় করতে বলা হয়, জয়া শহীদ জননী জাহানারা ইমামের চরিত্রে অভিনয় করার সাহস করতে চান।
চঞ্চল চৌধুরীর এ ক্ষেত্রে পছন্দ প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদি। ফরীদিকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে সে চলচ্চিত্রে চঞ্চল অভিনয় করতে চান বলে জানান জয়া।
‘কেমিস্ট্রি’র এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আসন্ন ঈদুল আজহার ৪র্থ দিন রাত ৮টায়, মাছরাঙা টেলিভিশনে।


























