০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

পাকিস্তানের গায়িকা রেশমাকে গুলি করে খুন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৮:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
  • 157

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী রেশমাকে গুলি করে খুন করা হয়েছে। আর এ ঘটনায় পুরো পাকিস্তান জুড়ে বেশ হইচই চলছে। রেশমা খুনের পর থেকেই অভিযুক্তকে ধরার জন্য জোড়ালো অভিযান শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার জি নিউজ ইন্ডিয়ার প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

ওই খবরে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের নওসেরা কালান এলাকার বাসিন্দা রেশমাকে আচমকাই গুলি করা হয়। এই গায়িকার খুনের সঙ্গে তার স্বামী জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ দিকে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কিছুদিন ধরেই হাকিমাবাদে তার দাদার বাড়িতে থাকতে শুরু করেন। আর চতুর্থ স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করেন পরিবারের সংশ্লিষ্টরা।

কিন্তু রেশমা তাতে রাজি হননি। যার কারণেই এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সংশ্লিষ্টরা ধারণা করছেন। এ ছাড়া রেশমা খুনের পর থেকেই তার স্বামীরও কোনো খোঁজ মিলছে না।

প্রকাশিত খবর থেকে জানা গেছে, রেশমার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালানোর পরপরই সেখান থেকে দ্রুত চলে যায় অভিযুক্তরা। এই ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাকিস্তানের গায়িকা রেশমাকে গুলি করে খুন

প্রকাশিত : ০৮:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮

পাকিস্তানের জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী রেশমাকে গুলি করে খুন করা হয়েছে। আর এ ঘটনায় পুরো পাকিস্তান জুড়ে বেশ হইচই চলছে। রেশমা খুনের পর থেকেই অভিযুক্তকে ধরার জন্য জোড়ালো অভিযান শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার জি নিউজ ইন্ডিয়ার প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

ওই খবরে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের নওসেরা কালান এলাকার বাসিন্দা রেশমাকে আচমকাই গুলি করা হয়। এই গায়িকার খুনের সঙ্গে তার স্বামী জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ দিকে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় কিছুদিন ধরেই হাকিমাবাদে তার দাদার বাড়িতে থাকতে শুরু করেন। আর চতুর্থ স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পিড়াপিড়ি শুরু করেন পরিবারের সংশ্লিষ্টরা।

কিন্তু রেশমা তাতে রাজি হননি। যার কারণেই এ ঘটনা ঘটেছে বলে পরিবারের সংশ্লিষ্টরা ধারণা করছেন। এ ছাড়া রেশমা খুনের পর থেকেই তার স্বামীরও কোনো খোঁজ মিলছে না।

প্রকাশিত খবর থেকে জানা গেছে, রেশমার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালানোর পরপরই সেখান থেকে দ্রুত চলে যায় অভিযুক্তরা। এই ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।