১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

প্রেমে পড়েছেন আসিফ আকবর!

প্রেমে পড়েছেন দেশীয় সংগীতের যুবরাজ আসিফ আককর। এক ললনার পেছনে ছুটে চলেছেন তিনি। সেই খুশিতে তাকে নাচতেও দেখা গেছে। তবে বাস্তবে নয়, একটি গানের মিউজিক ভিডিওতে পাগলাটে প্রেমিকের ভূমিকায় কাজ করেছেন তিনি। গানের নাম ‘ও কন্যা তোমারে’। গানটিতে আসিফের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। কথা-সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুন মুন্সী।

মঙ্গলবার এফডিসিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। জানা গেছে, আসছে ঈদ-উল-আজহায় ‘নিউ ভিশন বিডি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

আসিফ আকবর বলেন, প্রথমেই বলবো এই মিউজিক ভিডিওর ডিরেক্টর সৈকত নাসিরের কথা। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। সকালে শুটিং শুরু করে প্যাকআপ করেছেন সেই রাত ১১টার পর। আমাকে দিয়ে প্রফেশনাল অ্যাক্টরের মতো কাজ আদায় করে নেয়ার চেষ্টা করেছে তিনি। আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।

দর্শকরা ভিন্ন একটা লুকে নতুন একটি গল্পে আমাকে দেখতে পাবেন। তবে কী সেই গল্প এখনই বলতে চাই না। তাহলে মজাটাই শেষ হয়ে যাবে। গানের ভিডিওতে আমার বিপরীতে কাজ করেছে শিরিন শিলা। এটা আমাদের প্রথম কাজ। বেশ ভালো গোছালো একটা মেয়ে তিনি। কাজের প্রতি সিনসিয়ার। সবমিলে দর্শকদের ভালো লাগবে।

শিরিন শিলা বলেন, আসিফ ভাইয়ের গানের একজন ভক্ত আমি। তার গান ভীষণ ভালো লাগে। কখনও ভাবিনি একদিন তার বিপরীতে কাজ করা হবে। একসঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রেমে পড়েছেন আসিফ আকবর!

প্রকাশিত : ০৩:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮

প্রেমে পড়েছেন দেশীয় সংগীতের যুবরাজ আসিফ আককর। এক ললনার পেছনে ছুটে চলেছেন তিনি। সেই খুশিতে তাকে নাচতেও দেখা গেছে। তবে বাস্তবে নয়, একটি গানের মিউজিক ভিডিওতে পাগলাটে প্রেমিকের ভূমিকায় কাজ করেছেন তিনি। গানের নাম ‘ও কন্যা তোমারে’। গানটিতে আসিফের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। কথা-সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুন মুন্সী।

মঙ্গলবার এফডিসিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। জানা গেছে, আসছে ঈদ-উল-আজহায় ‘নিউ ভিশন বিডি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

আসিফ আকবর বলেন, প্রথমেই বলবো এই মিউজিক ভিডিওর ডিরেক্টর সৈকত নাসিরের কথা। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। সকালে শুটিং শুরু করে প্যাকআপ করেছেন সেই রাত ১১টার পর। আমাকে দিয়ে প্রফেশনাল অ্যাক্টরের মতো কাজ আদায় করে নেয়ার চেষ্টা করেছে তিনি। আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।

দর্শকরা ভিন্ন একটা লুকে নতুন একটি গল্পে আমাকে দেখতে পাবেন। তবে কী সেই গল্প এখনই বলতে চাই না। তাহলে মজাটাই শেষ হয়ে যাবে। গানের ভিডিওতে আমার বিপরীতে কাজ করেছে শিরিন শিলা। এটা আমাদের প্রথম কাজ। বেশ ভালো গোছালো একটা মেয়ে তিনি। কাজের প্রতি সিনসিয়ার। সবমিলে দর্শকদের ভালো লাগবে।

শিরিন শিলা বলেন, আসিফ ভাইয়ের গানের একজন ভক্ত আমি। তার গান ভীষণ ভালো লাগে। কখনও ভাবিনি একদিন তার বিপরীতে কাজ করা হবে। একসঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে।