বিশ্বের জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো টাইটানিক। এবার টাইটানিক দেখানো হবে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনে। ঈদের দিন দুপুর ৩ টায় এটিএন বাংলায় সিনেমাটি প্রচারিত হবে।
মুভিটি ইংরেজি ভাষায় হলেও দর্শকদের জন্য বাংলা ডাবিং করে দেখানো হবে টিভিতে। টাইটানিক ছাড়াও এবারের ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আরও ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচারিত হবে।


























