১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

একটু হাসো

তিশার বাবা ব্যবসায় বড় ধরনের লস করেন। এরপর স্ট্রোক করে প্যারালাইজড। তাদের সংসারে শুরু হয় অর্থনৈতিক টানাপড়েন। একটা সময় তিশাকে বিয়ে দেয়ার চিন্তা করেন তার বাবা-মা। তারা মনে করেন এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, যে তাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে।

বিয়ে ঠিক হয় বাবার বন্ধুর ছেলে ফারহানের সঙ্গে। পরিবারের কথা ভেবে সম্মত হন তিশা। বিয়ের আগে বাইরে দেখা করেন হবু স্বামী-স্ত্রী। কিন্তু ফারহানের কিছু আচরণ ও ভাবনা মেনে নিতে কষ্ট হয় তিশার। চলতি পথে একই দিন দেখা হয় কুরিয়ার সার্ভিসে চাকরি করা সাদামাটা তাহসানের সঙ্গে। বদলে যেতে থাকে তিশার বিয়ের সিদ্ধান্ত।

অবশেষে অনেক নাটকীয়তা শেষে একদিন সব ভুলে তাহসানের কুরিয়ার-বাইকে চেপে বসেন তিশা, নতুন গন্তব্যের স্বপ্ন নিয়ে। এমন রোমান্টিক গল্পে সাজানো বিশেষ নাটকটির নাম ‘একটু হাসো’।

আসছে ঈদের জন্য সদ্য নির্মিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৫৫ মিনিটে বাংলাভিশনে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

একটু হাসো

প্রকাশিত : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮

তিশার বাবা ব্যবসায় বড় ধরনের লস করেন। এরপর স্ট্রোক করে প্যারালাইজড। তাদের সংসারে শুরু হয় অর্থনৈতিক টানাপড়েন। একটা সময় তিশাকে বিয়ে দেয়ার চিন্তা করেন তার বাবা-মা। তারা মনে করেন এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, যে তাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে।

বিয়ে ঠিক হয় বাবার বন্ধুর ছেলে ফারহানের সঙ্গে। পরিবারের কথা ভেবে সম্মত হন তিশা। বিয়ের আগে বাইরে দেখা করেন হবু স্বামী-স্ত্রী। কিন্তু ফারহানের কিছু আচরণ ও ভাবনা মেনে নিতে কষ্ট হয় তিশার। চলতি পথে একই দিন দেখা হয় কুরিয়ার সার্ভিসে চাকরি করা সাদামাটা তাহসানের সঙ্গে। বদলে যেতে থাকে তিশার বিয়ের সিদ্ধান্ত।

অবশেষে অনেক নাটকীয়তা শেষে একদিন সব ভুলে তাহসানের কুরিয়ার-বাইকে চেপে বসেন তিশা, নতুন গন্তব্যের স্বপ্ন নিয়ে। এমন রোমান্টিক গল্পে সাজানো বিশেষ নাটকটির নাম ‘একটু হাসো’।

আসছে ঈদের জন্য সদ্য নির্মিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৫৫ মিনিটে বাংলাভিশনে।