১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

পাঁচ বছর পর ঢাকায় নাফিজা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • 449

লাক্স তারকা নাফিজা জাহান। নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজের আলাদা জায়গা অল্প সময়েই তৈরি করে নেন। তবে তার ক্যারিয়ার যখন ঠিক মধ্য গগনে সে সময়ই ২০১৩ সালের মাঝামাঝি অভিনয় ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

তবে দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন তিনি। তিনি বলেন, ১৬ আগস্ট বিকেল ৪টার দিকে এ কথা জানান।

নাফিজা জাহান বলেন, ‘একটু আগেই দেশে ফিরেছি। আর দুই মাস ঢাকায় থাকব। প্রায় পাঁচ বছর পর দেশে আসলাম।’

এ অভিনেত্রী আরও জানান, এ যাত্রায় তিনি শুধু একাই এসেছেন বাংলাদেশে, ঘোরাঘুরি ও পরিবারের সঙ্গেই সময়টা কাটানোর জন্য।

দীর্ঘদিন পরেই ঢাকাই ফিরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘যাদুর শহর ঢাকারে!’

নাফিজার ঢাকায় ফেরার এ খবরে অনেকেই তার সে পোস্টের নিচে কমেন্টের ঘরে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ দিকে ২০১৫ সালে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগ্নে দীপকে বিয়ে করেন নাফিজা।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঁচ বছর পর ঢাকায় নাফিজা

প্রকাশিত : ০৬:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮

লাক্স তারকা নাফিজা জাহান। নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজের আলাদা জায়গা অল্প সময়েই তৈরি করে নেন। তবে তার ক্যারিয়ার যখন ঠিক মধ্য গগনে সে সময়ই ২০১৩ সালের মাঝামাঝি অভিনয় ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

তবে দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন তিনি। তিনি বলেন, ১৬ আগস্ট বিকেল ৪টার দিকে এ কথা জানান।

নাফিজা জাহান বলেন, ‘একটু আগেই দেশে ফিরেছি। আর দুই মাস ঢাকায় থাকব। প্রায় পাঁচ বছর পর দেশে আসলাম।’

এ অভিনেত্রী আরও জানান, এ যাত্রায় তিনি শুধু একাই এসেছেন বাংলাদেশে, ঘোরাঘুরি ও পরিবারের সঙ্গেই সময়টা কাটানোর জন্য।

দীর্ঘদিন পরেই ঢাকাই ফিরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘যাদুর শহর ঢাকারে!’

নাফিজার ঢাকায় ফেরার এ খবরে অনেকেই তার সে পোস্টের নিচে কমেন্টের ঘরে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এ দিকে ২০১৫ সালে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগ্নে দীপকে বিয়ে করেন নাফিজা।