১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্র ও ভারতের উৎসবে মৃদুলের চলচ্চিত্র

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
  • 228

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হচ্ছে ‘৮ম ট্রেজার কোস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’। এতে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র ‘গতিপট’ (মুভিং ক্যানভাস)। ২৬ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মৃদুল মামুন। আর প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

নির্মাতা ১৬ আগস্ট দুপুরে প্রিয়.কমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৬-১৯ আগস্ট চলবে এ চলচ্চিত্র উৎসব।’

বিশ্ববিখ্যাত ‘টাচস্টার সিনেমাস’-এর ‘সাবাল পাল্ম লাক্সারি-৬’ থিয়েটারে উৎসবের দ্বিতীয় দিন ১৭ আগস্ট রাত সাড়ে নয়টায় ‘গতিপট’-প্রামাণ্যচিত্রের প্রদর্শনীটি আমেরিকান প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠিত হবে।

প্রামাণ্য চলচ্চিত্রটি একই সাথে দুটি প্রতিযোগিতায় বিশ্বের ৬৫টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে।

৮ সেপ্টেম্বর থেকে ভারতের আসামে শুরু হবে ‘নওগাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এর ‘আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা’ বিভাগেও বাংলাদেশের একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে লড়বে ‘গতিপট’।

‘গতিপট’ -এ বর্তমান কিংবা হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস, ঐতিহ্যগুলোকে টি-শার্টের ক্যানভাসে তুলে আনার উদ্যোগ এবং এর মধ্যদিয়ে টি-শার্টে বিদেশি মোটিফের ভিড়ে বাংলা মোটিফের স্থান করে নেওয়ার পেছনের গল্প তুলে ধরা হয়েছে।

এর আগে মৃদুল মামুনের নির্মিত ‘কবুতরবাজ’ (পিজিওন প্লেয়ার) ও ‘সবাই একজাত’ (অল আর সেম রেস) প্রামাণ্য চলচ্চিত্র দুটি দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়।

বর্তমানে মৃদুল মামুন বাংলাদেশের জাতীয় সংগীত-এর ১১০ বছরের ইতিহাস নিয়ে ‘আমার সোনার বাংলা’ নামে বাংলাদেশ সরকারের অনুদান সহায়তায় একটি ইতিহাস নির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও ভারতের উৎসবে মৃদুলের চলচ্চিত্র

প্রকাশিত : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হচ্ছে ‘৮ম ট্রেজার কোস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’। এতে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে বাংলাদেশের প্রামাণ্য চলচ্চিত্র ‘গতিপট’ (মুভিং ক্যানভাস)। ২৬ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মৃদুল মামুন। আর প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

নির্মাতা ১৬ আগস্ট দুপুরে প্রিয়.কমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘১৬-১৯ আগস্ট চলবে এ চলচ্চিত্র উৎসব।’

বিশ্ববিখ্যাত ‘টাচস্টার সিনেমাস’-এর ‘সাবাল পাল্ম লাক্সারি-৬’ থিয়েটারে উৎসবের দ্বিতীয় দিন ১৭ আগস্ট রাত সাড়ে নয়টায় ‘গতিপট’-প্রামাণ্যচিত্রের প্রদর্শনীটি আমেরিকান প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠিত হবে।

প্রামাণ্য চলচ্চিত্রটি একই সাথে দুটি প্রতিযোগিতায় বিশ্বের ৬৫টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়বে।

৮ সেপ্টেম্বর থেকে ভারতের আসামে শুরু হবে ‘নওগাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এর ‘আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা’ বিভাগেও বাংলাদেশের একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে লড়বে ‘গতিপট’।

‘গতিপট’ -এ বর্তমান কিংবা হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস, ঐতিহ্যগুলোকে টি-শার্টের ক্যানভাসে তুলে আনার উদ্যোগ এবং এর মধ্যদিয়ে টি-শার্টে বিদেশি মোটিফের ভিড়ে বাংলা মোটিফের স্থান করে নেওয়ার পেছনের গল্প তুলে ধরা হয়েছে।

এর আগে মৃদুল মামুনের নির্মিত ‘কবুতরবাজ’ (পিজিওন প্লেয়ার) ও ‘সবাই একজাত’ (অল আর সেম রেস) প্রামাণ্য চলচ্চিত্র দুটি দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়।

বর্তমানে মৃদুল মামুন বাংলাদেশের জাতীয় সংগীত-এর ১১০ বছরের ইতিহাস নিয়ে ‘আমার সোনার বাংলা’ নামে বাংলাদেশ সরকারের অনুদান সহায়তায় একটি ইতিহাস নির্ভর প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন।