০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

অপি করিমের তাল তরঙ্গ

অপি করিমের নৃত্যগুরু কবিরুল ইসলাম রতনের পরিকল্পনা ও নির্দেশনায় আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য ‘তাল তরঙ্গ’ অনুষ্ঠানে অপি নৃত্য পরিবেশন করেছেন। রতন জানান, রবীন্দ্র সঙ্গীত আজি এ বসন্তে, ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং দখিনে দুয়ার খোলা এই তিনটি গানের একটি ফিউশন করে তাতে পারফর্ম করেছেন অপি করিম।

গত বৃহস্পতিবার অপির পারফরম্যান্স রেকর্ড করা হয়। অপি ছাড়াও আরো যারা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা হচ্ছেন উপমা, প্রিয়াংকা, মন্দিরা, রনবীর ও শাওন। এদিকে এবারের ঈদে অপি করিমকে সাগর জাহান ও আশাফাক নিপুণের ঈদ বিশেষ নাটকে দেখা যাবে। ‘তাল তরঙ্গ’ প্রচার হবে আসছে ঈদের পঞ্চম দিন রাত ৯টায় এনটিভিতে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অপি করিমের তাল তরঙ্গ

প্রকাশিত : ০৪:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮

অপি করিমের নৃত্যগুরু কবিরুল ইসলাম রতনের পরিকল্পনা ও নির্দেশনায় আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য ‘তাল তরঙ্গ’ অনুষ্ঠানে অপি নৃত্য পরিবেশন করেছেন। রতন জানান, রবীন্দ্র সঙ্গীত আজি এ বসন্তে, ফাগুন হাওয়ায় হাওয়ায় এবং দখিনে দুয়ার খোলা এই তিনটি গানের একটি ফিউশন করে তাতে পারফর্ম করেছেন অপি করিম।

গত বৃহস্পতিবার অপির পারফরম্যান্স রেকর্ড করা হয়। অপি ছাড়াও আরো যারা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন তারা হচ্ছেন উপমা, প্রিয়াংকা, মন্দিরা, রনবীর ও শাওন। এদিকে এবারের ঈদে অপি করিমকে সাগর জাহান ও আশাফাক নিপুণের ঈদ বিশেষ নাটকে দেখা যাবে। ‘তাল তরঙ্গ’ প্রচার হবে আসছে ঈদের পঞ্চম দিন রাত ৯টায় এনটিভিতে।