সমস্ত জল্পনার অবসান করে, অবশেষে আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সেরে ফেললেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপ সংগীতশিল্পী ও অভিনেতার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন ভারতীয় নায়িকা। কিন্তু প্রথমে নাকি এই সম্পর্কে খুশি ছিলেন না প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ব্যাপারে বিস্তারিত জানালেন প্রিয়াঙ্কার মা।
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া জানান, প্রিয়াঙ্কা প্রথম থেকেই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাই সব সময় মা হিসেবে তিনি মেয়েকে সমর্থন করেছেন। মেয়ে যেভাবে ক্যারিয়ার গড়তে চায়, সবসময় তিনি সমর্থন করেছেন। প্রিয়াঙ্কা যখন নিকের সঙ্গে সংসার করতে চান বলে জানান, তখন তিনি অবাক হয়ে যান। পরে মেয়ের সিদ্ধান্তে রাজি হন তিনি।
অভিনেত্রীর মা মধু চোপড়া আরও জানান, নিক জোনাস এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে চান বলে মেয়েকে জানান তিনি। এরপরই নিককে নিয়ে ভারতে আসেন প্রিয়াঙ্কা। এরপর ‘রোকা’ অর্থাৎ পানচিনির দিন যেভাবে নিকের বাবা পল কেভিন জোনাস এবং মা ডেনিস মিলার জোনাস সমস্ত ভারতীয় রীতিনীতি মেনে, সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠান পালন করেছেন, তাতে আনন্দিত তিনি।
মধু চোপড়ার ভাষ্য, প্রিয়াঙ্কার পছন্দের উপর তার সব সময় বিশ্বাস রয়েছে। নিক অত্যন্ত ভালো ছেলে, প্রত্যেকে তাকে ভালোবাসে। শান্ত, ধীর স্থির নিক জোনাস বড়দের কীভাবে সম্মান দিতে হয়, তা ভালোভাবে জানেন বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
সূত্র: বলিউড লাইফ


























