০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বিয়ের তিন মাসেই মা হচ্ছেন অভিনেত্রী

বিয়ের তিন মাস পর বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি গর্ভধারণের খবর নিশ্চিত করলেন। বেশ কিছুদিন ধরেই নেহা ধুপিয়ার গর্ভধারণের গুঞ্জন চলছিল। তবে এ বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি। এমনকী এর আগে তারা বিয়ের খবরও গোপন রেখেছিলেন।

চলতি বছরের ১০ মে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। অনেকটা হুট করেই তাদের বিয়ের ঘোষণা আসে। আর এতেই নড়েচড়ে বসেন মিডিয়া পাড়ার লোকজন।

অঙ্গদ বেদির সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় শোরগোল। যদিও পাঞ্জাবি প্রথা মেনে বিয়ে করেছিলেন দুই তারকা। সবাই ভেবেছিলেন গুঞ্জন এবার থামল। কিন্তু হয়েছে ঠিক উল্টো। কারণ এরপর থেকেই শোনা যাচ্ছিল তড়িঘড়ি করে বিয়ের একটি কারণ নেহা সন্তানসম্ভবা।

গুঞ্জন যখন বিয়ের পরও বেড়ে চলছিল। তখন নেহার হয়ে মুখ খুলেছিলেন তার স্বামী অঙ্গদ বেদী। তিনি বলেন, ‘যদি কোনো গঠনমূলক মতামত থাকে, দিন। কিন্তু নোংরা মতামত দেবেন, আর নেহার স্বামী হিসেবে আমি সেটা মেনে নেব, এটা তো হতে পারে না। যদি ভালো কিছু না বলতে পারেন তো বলবেন না…।’

যত যাই হোক, সেই গুঞ্জনই শেষমেশ সত্যি হল। মা হতে যাচ্ছেন নেহা। তাও আবার এই দম্পতি এবার স্বীকার করেছেন তাদের মা-বাবা হওয়া এখন সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন এই জুটি। যেখানে স্পষ্ট নেহার বেবি বাম্প। ক্যাপশনে নেহা লিখেছেন, ‘নতুন শুরু…।’

তবে ছবি দেখে যে কেউ বুঝবে যে নেহার বেবি বাম্প কখনই তিন মাস বয়সী হতে পারে না, তা অবশ্যই আরো বেশি। তাই গুঞ্জন নয়, সত্যটাই বেরিয়ে এল এবার।

এর আগে নেহার গর্ভধারণের গুঞ্জনে অঙ্গদ বলেছিলেন, ‘যখন আমরা পরিবার পরিকল্পনা করব, তখন সবাইকে জানাব। এখন আমরা কাজ ও অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি।’

নেহার বাবা প্রদীপ ধুপিয়াও এ সংবাদ উড়িয়ে দিয়েছিলেন। দৈনিক ভাস্করকে বলেছিলেন, ‘এমন কিছু আদৌ ঘটেনি। যেহেতু তারা মাত্রই বিয়ে করেছে, মানুষ অন্য কিছু ভাবছে। কিন্তু এমন কিছু হয়নি। মানুষ এ নিয়ে কথা বলছে আর ইচ্ছেমতো গুজব রটাচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিয়ের তিন মাসেই মা হচ্ছেন অভিনেত্রী

প্রকাশিত : ০৯:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮

বিয়ের তিন মাস পর বলিউড তারকা নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি গর্ভধারণের খবর নিশ্চিত করলেন। বেশ কিছুদিন ধরেই নেহা ধুপিয়ার গর্ভধারণের গুঞ্জন চলছিল। তবে এ বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি। এমনকী এর আগে তারা বিয়ের খবরও গোপন রেখেছিলেন।

চলতি বছরের ১০ মে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। অনেকটা হুট করেই তাদের বিয়ের ঘোষণা আসে। আর এতেই নড়েচড়ে বসেন মিডিয়া পাড়ার লোকজন।

অঙ্গদ বেদির সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় শোরগোল। যদিও পাঞ্জাবি প্রথা মেনে বিয়ে করেছিলেন দুই তারকা। সবাই ভেবেছিলেন গুঞ্জন এবার থামল। কিন্তু হয়েছে ঠিক উল্টো। কারণ এরপর থেকেই শোনা যাচ্ছিল তড়িঘড়ি করে বিয়ের একটি কারণ নেহা সন্তানসম্ভবা।

গুঞ্জন যখন বিয়ের পরও বেড়ে চলছিল। তখন নেহার হয়ে মুখ খুলেছিলেন তার স্বামী অঙ্গদ বেদী। তিনি বলেন, ‘যদি কোনো গঠনমূলক মতামত থাকে, দিন। কিন্তু নোংরা মতামত দেবেন, আর নেহার স্বামী হিসেবে আমি সেটা মেনে নেব, এটা তো হতে পারে না। যদি ভালো কিছু না বলতে পারেন তো বলবেন না…।’

যত যাই হোক, সেই গুঞ্জনই শেষমেশ সত্যি হল। মা হতে যাচ্ছেন নেহা। তাও আবার এই দম্পতি এবার স্বীকার করেছেন তাদের মা-বাবা হওয়া এখন সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন এই জুটি। যেখানে স্পষ্ট নেহার বেবি বাম্প। ক্যাপশনে নেহা লিখেছেন, ‘নতুন শুরু…।’

তবে ছবি দেখে যে কেউ বুঝবে যে নেহার বেবি বাম্প কখনই তিন মাস বয়সী হতে পারে না, তা অবশ্যই আরো বেশি। তাই গুঞ্জন নয়, সত্যটাই বেরিয়ে এল এবার।

এর আগে নেহার গর্ভধারণের গুঞ্জনে অঙ্গদ বলেছিলেন, ‘যখন আমরা পরিবার পরিকল্পনা করব, তখন সবাইকে জানাব। এখন আমরা কাজ ও অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি।’

নেহার বাবা প্রদীপ ধুপিয়াও এ সংবাদ উড়িয়ে দিয়েছিলেন। দৈনিক ভাস্করকে বলেছিলেন, ‘এমন কিছু আদৌ ঘটেনি। যেহেতু তারা মাত্রই বিয়ে করেছে, মানুষ অন্য কিছু ভাবছে। কিন্তু এমন কিছু হয়নি। মানুষ এ নিয়ে কথা বলছে আর ইচ্ছেমতো গুজব রটাচ্ছে।’