টালিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী নুসরাত জাহান। ২০১১ সালে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। তারপর জিৎ, দেব, অঙ্কুশসহ টলিপাড়ার প্রথম সারির প্রায় সব চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হন তিনি। মেধা আর পরিশ্রম গুণে ইতিমধ্যে নিজের শক্ত জায়গা গড়ে নিয়েছেন
সম্প্রতি প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে প্রেমের গুঞ্জন, ধর্মান্তরিত হওয়ার রটনা সহ কিছু বিষয় নিয়ে নিজের বিরক্তির কথা প্রকাশ করলেন নায়িকা। অনেকটা ক্ষেপেও গেলেন অভিনেত্রী।
নুসরাত বলেন, ‘আমি নাকি শ্রীকান্ত মোহতার সঙ্গে প্রেম করছি। এটা একদমই বানোয়াট আর হাস্যকর একটি খবর। আমি নাকি ধর্মান্তরিত হয়েছি, এমন খবরও অনেকে বলছেন।’
তিনি আরো বলেন, ‘আমার বাড়িতে মন্দির আছে। তার মানে কি আমি মুসলমান নই? আমি সেক্যুলার। কোনো ধর্মকেই আঘাত দিই না।’
গোপনে বিয়ে করে সংসার করা প্রসঙ্গে নুসরাত বলেন, ‘সম্পর্কে জড়ালে আমি সেটা গোপন করব না।’
দীর্ঘদিনের বয়ফ্রেন্ডকেই বিয়ে করবেন জানিয়ে তিনি বলেন, যারা বলে আমি বিবাহিত, তারা পারলে আমি যে বিয়ে করেছি তার প্রমাণ দিন।


























