মার্কিন গায়ক জাস্টিন বিবারকে নিয়ে বিতর্ক কম হয়নি। কখনো তিনি কৃষ্ণাঙ্গদের ‘নিগার’ বলে সম্বোধন করেছেন, কখনো প্রতিবেশীর বাড়িতে ডিম ছুড়ে জিনিসপত্র নষ্ট করেছেন।
সেই বিবার এবার নতুন একটি বাড়ি কিনে আবার সমালোচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে বিবারের নতুন বাড়িটির বিভিন্ন ছবি ঘুরপাক খাচ্ছে।
কেউ বলছেন, হেলে বল্ডউইনের সঙ্গে সংসার পাততে চলেছেন। তাই কানাডার অন্টারিওতে এই নতুন বাড়ি কিনেছেন তারা।
তবে বিবার এই বাড়িটি কিনেছেন বাংলাদেশি মুদ্রায় মাত্র ৪০ কোটি টাকায়! ১০১ একর বা ৩০৩ বিঘা জমির ওপর তৈরি এই বাড়িটি।
বাড়িটিতে রয়েছে চারটি বেডরুম ও ছয়টা বাথরুম। বিশাল বাড়িটির পিছনে একটি জলাশয়রয়েছে। বসার ঘর থেকেই সরাসরি দেখা যায় সেটি।
দোতলার একটি ওয়াইন রুম রয়েছে। ওয়াইন ভারী পছন্দ বিবার ও তার বান্ধবী বল্ডউইনের। সেই অনুযায়ী অন্দরসজ্জা তৈরি হয়েছে।
বিবারের সবচেয়ে পছন্দের রং সাদা। সেই রঙই তিনি ব্যবহার করেছেন কিচেন কাম ডাইনিং হলটিতে।
বিবারের বাড়ির শৌচালয়গুলো বান্ধবী বল্ডউইনের পছন্দসই নকশায় তৈরি করা হয়েছে।
শুধুমাত্র সিনেমা দেখার জন্য একটা ছোট্ট প্রেক্ষাগৃহ রয়েছে বিবারের বাড়িটিতে। পোষ্য ঘোড়াদের জন্য আস্তাবলও রয়েছে বিবারের প্রাসাদে। তবে কোন ঘরে গানবাজনা করবেন তা ফ্যানদের জানাননি বিবার।


























