ঈদ পরবর্তী প্রথম দিন উত্থান হলেও দ্বিতীয় দিন পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষ হয়েছে উত্থানে। টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা বেড়েছে। সিএসই ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৫৪ ও ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭২ ও ১৯৬৪ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৫৩২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪২০ কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১২ কোটি টাকা
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে ১৪৫টি বা ৪৩.৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৫টি বা ৪৬.৪০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি বা ১০.১৭ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এ দিন কোম্পানির ৩২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইন কেমিক্যালের ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার।
লেনদেনে এরপর রয়েছে-বিবিএস কেবলস, লংকাবাংলা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, আরডি ফুড, এমজেএল বিডি এবং ইফাদ অটোস।
এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭২১৩ পয়েন্টে। বাজারটিতে ২৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৫টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তীত রয়েছে ২৫টির।

























