০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

শ্রীলেখার প্রথম চুমুর গল্প!

শ্রীলেখা মিত্র। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী এখনো দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবর্ত্র তার গ্লামার উপস্থিতি।

নিজের জন্মদিনে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যার মধ্যে আছে প্রথম চুমুর গল্প।

শ্রীলেখা তখন কলেজে পড়তেন। দ্বাদশ শ্রেণীর ছাত্রী থাকাকালে কোনো এক কিশোর তার মন কেড়েছিল। সেই কিশোরের সঙ্গে আড্ডা হতো, শেয়ার হতো ক্যাডবেরি। না, হাত দিয়ে ভেঙে নয়; মুখেই হতো শেয়ার। দুজনের কামড়ে কামড়ে যখন চকোলেটটি ছোট হয়ে আসত, মিলে যেত দুজনের ঠোঁট। সেই প্রথম চুমু।

শ্রীলেখার ভাষায়, ‘সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।’

এছাড়াও শ্রীলেখা বলেছেন, তার প্রথম মিথ্যেও সহপাঠীদের সঙ্গেই। ‘তোদের বাড়িতে ১০টা টিভি, আমাদের বাড়িতে ৫০টা টিভি’ এই জাতীয় ছেলেমানুষি মিথ্যে। তবে সেই মিথ্যে কোনোদিন কারও ক্ষতি করেনি। আইএসসি পড়ার সময় ডন বক্সো ফেস্টে নাচার কথা ছিল তার। কিন্তু একমাস পরে পরীক্ষা থাকায় বাবা এসে মারধর করে নিয়ে যান তাকে। এটা তখন তার কাছে খুব অপমানজনক ছিল। তবে কোন ছেলেকে চুমু খেয়েছিলেন, সেকথা কিন্তু বলেননি শ্রীলেখা।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শ্রীলেখার প্রথম চুমুর গল্প!

প্রকাশিত : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অগাস্ট ২০১৮

শ্রীলেখা মিত্র। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী এখনো দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবর্ত্র তার গ্লামার উপস্থিতি।

নিজের জন্মদিনে স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যার মধ্যে আছে প্রথম চুমুর গল্প।

শ্রীলেখা তখন কলেজে পড়তেন। দ্বাদশ শ্রেণীর ছাত্রী থাকাকালে কোনো এক কিশোর তার মন কেড়েছিল। সেই কিশোরের সঙ্গে আড্ডা হতো, শেয়ার হতো ক্যাডবেরি। না, হাত দিয়ে ভেঙে নয়; মুখেই হতো শেয়ার। দুজনের কামড়ে কামড়ে যখন চকোলেটটি ছোট হয়ে আসত, মিলে যেত দুজনের ঠোঁট। সেই প্রথম চুমু।

শ্রীলেখার ভাষায়, ‘সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।’

এছাড়াও শ্রীলেখা বলেছেন, তার প্রথম মিথ্যেও সহপাঠীদের সঙ্গেই। ‘তোদের বাড়িতে ১০টা টিভি, আমাদের বাড়িতে ৫০টা টিভি’ এই জাতীয় ছেলেমানুষি মিথ্যে। তবে সেই মিথ্যে কোনোদিন কারও ক্ষতি করেনি। আইএসসি পড়ার সময় ডন বক্সো ফেস্টে নাচার কথা ছিল তার। কিন্তু একমাস পরে পরীক্ষা থাকায় বাবা এসে মারধর করে নিয়ে যান তাকে। এটা তখন তার কাছে খুব অপমানজনক ছিল। তবে কোন ছেলেকে চুমু খেয়েছিলেন, সেকথা কিন্তু বলেননি শ্রীলেখা।