করণ জোহরের সঙ্গে করিনা কাপুরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ক যে এত গভীর ছিল সেটা কজনই বা জানে। সম্প্রতি তা প্রকাশ করলেন করণ নিজেই।
একটি টিভি টক শোতে হাজির হয়ে তিনি বলেন, যদি কখনও বিয়ের পিঁড়িতে বসতেন, তাহলে করিনাকেই বিয়ে করতেন তিনি।
মাঝে মধ্যেই তৈমুরকে নিয়ে করণ জোহরের বাড়িতে যেতে দেখা গেছে কারিনাকে। সেখানে বসে তৈমুর এবং রুহির খেলার আসর। মাঝে মধ্যেই করিনা এবং করণ জোহরকেও তৈমুরদের খেলার সঙ্গী হিসেবে দেখা যায়।
করণ জোহর এখনো বিয়ে করেননি। বিয়ে না করলেও, এই মুহূর্তে যশ এবং রুহির নামে দুই সন্তানের বাবা তিনি।
কারিনার ছেলে তৈমুর এবং রুহিকে নিয়ে করণ বলেন, তৈমুরকে রুহি ‘দাদা’ বলে ডাকুক তা কখনও চান না তিনি। তৈমুর এবং রুহি যাতে ভবিষ্যতে ‘ডেটিং’ করে সেটাই চান।


























