১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাভুমা- ডু প্লেসিস জুটিতে প্রোটিয়াদের লিড ৩৫০

পচেফস্ট্রুমে প্রথম টেস্টে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগেই ৩৫০ রানের লিড পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ও টেম্বা বাভুমার শতরানের জুটিতে ধীরে ধীরে রানের পাহাড়ে উঠছে প্রোটিয়ারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৭৫। ডু প্লেসিস ৬৫ ও বাভুমা ৪৮ রানে অপরাজিত আছেন।
এদিকে চতুর্থ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাশিম আমলাকে সাজঘরের পথ দেখান তিনি। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়ার আগে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমলা করেছেন ২৮ রান।

এর আগে দুই উইকেটে ৫৪ রান নিয়ে রবিবার দুপুরে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। শনিবার তৃতীয় দিনের শেষ বেলাটা মোটামুটি স্বস্তিতেই পার করে বাংলাদেশ| দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফেরত পাঠিয়েছে সাজঘরে। তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা।

তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।

ট্যাগ :

বাভুমা- ডু প্লেসিস জুটিতে প্রোটিয়াদের লিড ৩৫০

প্রকাশিত : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭

পচেফস্ট্রুমে প্রথম টেস্টে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগেই ৩৫০ রানের লিড পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ও টেম্বা বাভুমার শতরানের জুটিতে ধীরে ধীরে রানের পাহাড়ে উঠছে প্রোটিয়ারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ১৭৫। ডু প্লেসিস ৬৫ ও বাভুমা ৪৮ রানে অপরাজিত আছেন।
এদিকে চতুর্থ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হাশিম আমলাকে সাজঘরের পথ দেখান তিনি। মুস্তাফিজের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ধরা পড়ার আগে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আমলা করেছেন ২৮ রান।

এর আগে দুই উইকেটে ৫৪ রান নিয়ে রবিবার দুপুরে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। শনিবার তৃতীয় দিনের শেষ বেলাটা মোটামুটি স্বস্তিতেই পার করে বাংলাদেশ| দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ওপেনারকে ফেরত পাঠিয়েছে সাজঘরে। তবে প্রথম ইনিংসে ১৭৬ রানের বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা।

তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।