চতুর্থ দিনে ৯.৭০ কোটি রুপি আয় করে চার দিনে মোট ৪১.৯৭ কোটি রুপি আয় করল অমর কৌশিকের হরর কমেডি ড্রামা ‘স্ত্রী’। আয়ের এই বিষয়টি নিশ্চিত করেছেন ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
তাঁর দেওয়া তথ্য মতে, মুক্তির দিন গত শুক্রবার ছবিটি আয় করে ৬.৮৩ কোটি রুপি। এর পরদিন শনিবার শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও এর ছবিটির আয় ডাবল ডিজিটে পৌঁছে যায়, ১০.৮৭ কোটি।
এর পর ভারতের ছুটির দিন এবং জন্মাষ্টমীর ছুটিতে ছবিটি আয় করে ১৪.৫৭ কোটি রুপি। আর গতকাল ছবিটির আয় ছিল ৯.৭০ কোটি রুপি।
বড় স্টার কাস্ট ছাড়া একটি ছবির এমন আয়কে তাই বেশ সহজেই ‘সুপারহিট’ বলেছেন ট্রেড অ্যানালিস্টরা। এই ছবিটির লাইফটাইম আয় অন্য অনেক ছবিকে ছাড়িয়ে যাবে বলেও ধারণা করেন তাঁরা।
শ্রদ্ধা ও রাজকুমার ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি ও অপারশক্তি খুরানা ছবিটির অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সূত্র : এনডিটিভি


























