০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

প্রিয়াঙ্কার ওপর আমার রাগ নেই: সালমান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • 161

বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ভারত। সিনেমাটির নায়িকা চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সরে গেছেন তিনি। তার পরিবর্তে চরিত্রটিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

এদিকে ভারত থেকে প্রিয়াঙ্কা সরে যাওয়ার পর গুঞ্জন ওঠে, প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্তে নাখোশ সালমান। এ অভিনেত্রীর সঙ্গে আর সিনেমা করতে চান না তিনি। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমান।

প্রিয়াঙ্কার সিদ্ধান্তে তার ওপর রাগান্বিত কিনা? সম্প্রতি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালমান খান বলেন, ‘না, আমি রাগান্বিত নই। তার বাগদান হয়েছে এবং এতে আমি ভীষণ খুশি। এমনকি অর্পিতাও (সালমানের বোন) বাগদান অনুষ্ঠানে গিয়েছে। আমরা সবাই ভীষণ খুশি। এখন তার বিয়ে করে সন্তান নেয়া উচিৎ। কিন্তু তার সঙ্গে সিনেমা হলো না এই বিষয়টি খারাপ লেগেছে। কিন্তু আশা করছি ভবিষ্যতে হবে।’

খুব শিগগির আবুধাবিতে ভারত সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন নির্মাতারা। আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন- জ্যাকি শ্রফ, টাবু, দিশা পাটানি, সুনীল গ্রোভার। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ওড টু মাই ফাদার অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। আগামী বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রিয়াঙ্কার ওপর আমার রাগ নেই: সালমান

প্রকাশিত : ১২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা ভারত। সিনেমাটির নায়িকা চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সরে গেছেন তিনি। তার পরিবর্তে চরিত্রটিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

এদিকে ভারত থেকে প্রিয়াঙ্কা সরে যাওয়ার পর গুঞ্জন ওঠে, প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্তে নাখোশ সালমান। এ অভিনেত্রীর সঙ্গে আর সিনেমা করতে চান না তিনি। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালমান।

প্রিয়াঙ্কার সিদ্ধান্তে তার ওপর রাগান্বিত কিনা? সম্প্রতি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালমান খান বলেন, ‘না, আমি রাগান্বিত নই। তার বাগদান হয়েছে এবং এতে আমি ভীষণ খুশি। এমনকি অর্পিতাও (সালমানের বোন) বাগদান অনুষ্ঠানে গিয়েছে। আমরা সবাই ভীষণ খুশি। এখন তার বিয়ে করে সন্তান নেয়া উচিৎ। কিন্তু তার সঙ্গে সিনেমা হলো না এই বিষয়টি খারাপ লেগেছে। কিন্তু আশা করছি ভবিষ্যতে হবে।’

খুব শিগগির আবুধাবিতে ভারত সিনেমার পরবর্তী শিডিউলের শুটিং শুরু করবেন নির্মাতারা। আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন- জ্যাকি শ্রফ, টাবু, দিশা পাটানি, সুনীল গ্রোভার। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ওড টু মাই ফাদার অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। আগামী বছর ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।