০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

স্বস্তিকার বয়স নিয়ে গুগলের ভুল!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • 256

আমি একজন অভিনেত্রী। কোনো চরিত্রে অভিনয় করার আগে আমাদের সেই চরিত্রের মতো দেখতে হয়ে উঠতে হয়। তবে ২৪ ঘণ্টা সুন্দর, গ্ল্যামারাস আর কর্মবয়সী দেখানোটা জরুরি নয়। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, সর্বদা সুন্দর দেখতে হবে তার কোনো মানে নেই। তাই এবার আমায় জিজ্ঞেস করা বন্ধ করুন কেন আমাকে ২০ বছর বয়সী লাগে না। এমন ক্ষোভের কথা লিখে টুইট করলেন কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সেই পোস্টে একজন তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছে, ৪০ বছর বয়সেও আপনাকে সুন্দর দেখতে লাগে। কথায় বলে নারীদের বয়স কখনো জিজ্ঞেস করতে নেই। স্বস্তিকাকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন কে তাকে বলেছে যে স্বস্তিকার বয়স ৪০। এই প্রশ্নের উত্তরে, আরেকজন লিখেছে গুগলে নাকি স্বস্তিকার বয়স ৪০ দেখায়। পরে স্বস্তিকা জানান, তার বয়স আসলে ৪৪। অর্থাৎ গুগল ভুল বলেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্বস্তিকার বয়স নিয়ে গুগলের ভুল!

প্রকাশিত : ১২:৩৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮

আমি একজন অভিনেত্রী। কোনো চরিত্রে অভিনয় করার আগে আমাদের সেই চরিত্রের মতো দেখতে হয়ে উঠতে হয়। তবে ২৪ ঘণ্টা সুন্দর, গ্ল্যামারাস আর কর্মবয়সী দেখানোটা জরুরি নয়। অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন, সর্বদা সুন্দর দেখতে হবে তার কোনো মানে নেই। তাই এবার আমায় জিজ্ঞেস করা বন্ধ করুন কেন আমাকে ২০ বছর বয়সী লাগে না। এমন ক্ষোভের কথা লিখে টুইট করলেন কলকাতার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সেই পোস্টে একজন তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছে, ৪০ বছর বয়সেও আপনাকে সুন্দর দেখতে লাগে। কথায় বলে নারীদের বয়স কখনো জিজ্ঞেস করতে নেই। স্বস্তিকাকে এই প্রশ্ন করতেই তিনি সরাসরি সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন কে তাকে বলেছে যে স্বস্তিকার বয়স ৪০। এই প্রশ্নের উত্তরে, আরেকজন লিখেছে গুগলে নাকি স্বস্তিকার বয়স ৪০ দেখায়। পরে স্বস্তিকা জানান, তার বয়স আসলে ৪৪। অর্থাৎ গুগল ভুল বলেছে।