০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

অস্ত্রধারীদের হামলায় পুলিশকর্মী নিহত, পলাতক ৯২ বন্দি

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারে ভারী অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। হামলায় এক পুলিশকর্মী নিহত হয়েছেন এবং ৯২ জন বন্দি পালিয়ে গেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

কারাগার কর্মকর্তারা জানিয়েছে, ২০ জন হামলাকারী চারটি গাড়িতে এসে রোমেউ গোনকালভেস আনরান্টেস কারাগারে এ হামলা চালায়। তারা প্রথমে ‘ওয়াচটাওয়ারে’ গুলি করে এবং এরপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে কারাগারের সদর দরজা উড়িয়ে দেয়।

এই হামলায় গুলিবিদ্ধ এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মারা যায়। তবে, হতাহতের আর কোন খবর পাওয়া যায়নি।

পারাইবা রাজ্যের রাজধানী জোয়াও পেসোয়া’র ওই সুরক্ষিত কারাগারটিতে ৬৮০ জন বন্দি ছিল। দুপুর নাগাদ পলাতক ৯২ বন্দির মধ্যে ৪২ জনকে পুনরায় আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজ্যের সীমানায় তাদের আটকে দিয়েছে।-

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯

অস্ত্রধারীদের হামলায় পুলিশকর্মী নিহত, পলাতক ৯২ বন্দি

প্রকাশিত : ০১:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারে ভারী অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। হামলায় এক পুলিশকর্মী নিহত হয়েছেন এবং ৯২ জন বন্দি পালিয়ে গেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

কারাগার কর্মকর্তারা জানিয়েছে, ২০ জন হামলাকারী চারটি গাড়িতে এসে রোমেউ গোনকালভেস আনরান্টেস কারাগারে এ হামলা চালায়। তারা প্রথমে ‘ওয়াচটাওয়ারে’ গুলি করে এবং এরপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে কারাগারের সদর দরজা উড়িয়ে দেয়।

এই হামলায় গুলিবিদ্ধ এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মারা যায়। তবে, হতাহতের আর কোন খবর পাওয়া যায়নি।

পারাইবা রাজ্যের রাজধানী জোয়াও পেসোয়া’র ওই সুরক্ষিত কারাগারটিতে ৬৮০ জন বন্দি ছিল। দুপুর নাগাদ পলাতক ৯২ বন্দির মধ্যে ৪২ জনকে পুনরায় আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজ্যের সীমানায় তাদের আটকে দিয়েছে।-