ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। আগামী ১৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো ঢাকা আসবেন তিনি। দুদিন ঢাকায় অবস্থান করে কলকাতা ফিরে যাবেন বলে বিজনেস আওয়ারকে নিশ্চিত করেছে ছবি আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
সম্প্রতি তিনি বাংলাদেশের শাকিব খানের বিপরীতে ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছেন। এই ছবিটি ২১ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এই ছবির প্রচারণায় অংশ নিতে ঢাকা আসছেন তিনি।
‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। কলকাতার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়া আরো অভিনয় করেছেন রুদ্ধনীল ঘোষ ও সুদীপ মুখোপাধ্যায় প্রমুখ।
বিনিময় চুক্তির মাধ্যমে কলকাতার এই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ‘নাকাব’ বাংলাদেশে মুক্তির বিপরীতে ‘পাষাণ’ মুক্তি পাবে পশ্চিমবঙ্গে।


























