০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

‘আমি প্রযোজককে কখনো ঠকাইনি’

ছবিটির মানুষটাকে কি চেনা যায়? বারবার নিজের গানের চরিত্রে অভিনয় করেই চলতি অভিনয় তারকাদের ভাবনায় ফেলে দিচ্ছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২ বছরের জরিপ করলে বাংলাদেশে কোনো শিল্পী তার এতগুলো গানের ভিডিওতে নিজেকে বারবার বৈচিত্র্যের অঙ্কে ফেলেননি।

আসিফ বলেন, ‘আমি নিজেকে বিক্রি করতেই যেহেতু এসেছি তাই প্রযোজককে ঠকিয়ে লাভ কী? আমি প্রযোজককে কখনো ঠকাইনি। তারা চায় আমি গানে অভিনয় করলে দর্শক-শ্রোতারাও খুশি হয়। তাই বিভিন্ন গানের নির্মাতারা আমাকে দিয়ে বিভিন্ন রকম চরিত্রে সাজায়।’

মাঝে দীর্ঘ বিরতির পর আবারো নিয়মিত আসিফ আকবর তার বর্তমান সময়ে অডিও গানে সর্বোচ্চ পারিশ্রমিকেই কাজ করছেন। অডিও ইন্ডাস্ট্রিতে কারো ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে আবারো এভাবে কামব্যাকের আগে কখনো হয়নি। নতুন গানের খবরের পাশাপাশি আসিফ আকবর তার প্রডাকশনের ব্যানারে নুন চলচ্চিত্র নিয়েও কাজ করছেন।

আসিফ আকবর বলেন, ‘আমি আজীবনই আমার নিজস্ব স্টাইলে চলেছি। সেটিই আমার ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছেন। তাই নিজেকে ভাঙছি এটা ভুল কথা। বরং আমার এই চলাচলের স্টাইলকেই দর্শকরা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছেন। গত ১ বছরে দু-তিনটি নতুন কোম্পানি তাদের ইউটিউব চ্যানেল আমার গান দিয়ে প্রতিষ্ঠিত করেছে। তাই আল্লাহর প্রতিও শুকরিয়া যে, ইন্ডাস্ট্রিকে প্রতিনিয়ত কিছু দিতে পারছি আমি।’

উল্লেখ্য, খুব শিগগিরই দুটি নতুন ধারার গান নিয়ে আসিফ আকবর আসছেন। যেখানে তরুণ মুন্সী, সাদাত হোসাইন, রাজীব আহমেদ থেকে শুরু করে আসিফ আকবরের নিজস্ব টিম কাজ করছেন গানের গীত রচনায়। সুর-সঙ্গীতও করছেন অনেকে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘আমি প্রযোজককে কখনো ঠকাইনি’

প্রকাশিত : ০২:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ছবিটির মানুষটাকে কি চেনা যায়? বারবার নিজের গানের চরিত্রে অভিনয় করেই চলতি অভিনয় তারকাদের ভাবনায় ফেলে দিচ্ছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২ বছরের জরিপ করলে বাংলাদেশে কোনো শিল্পী তার এতগুলো গানের ভিডিওতে নিজেকে বারবার বৈচিত্র্যের অঙ্কে ফেলেননি।

আসিফ বলেন, ‘আমি নিজেকে বিক্রি করতেই যেহেতু এসেছি তাই প্রযোজককে ঠকিয়ে লাভ কী? আমি প্রযোজককে কখনো ঠকাইনি। তারা চায় আমি গানে অভিনয় করলে দর্শক-শ্রোতারাও খুশি হয়। তাই বিভিন্ন গানের নির্মাতারা আমাকে দিয়ে বিভিন্ন রকম চরিত্রে সাজায়।’

মাঝে দীর্ঘ বিরতির পর আবারো নিয়মিত আসিফ আকবর তার বর্তমান সময়ে অডিও গানে সর্বোচ্চ পারিশ্রমিকেই কাজ করছেন। অডিও ইন্ডাস্ট্রিতে কারো ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংসে আবারো এভাবে কামব্যাকের আগে কখনো হয়নি। নতুন গানের খবরের পাশাপাশি আসিফ আকবর তার প্রডাকশনের ব্যানারে নুন চলচ্চিত্র নিয়েও কাজ করছেন।

আসিফ আকবর বলেন, ‘আমি আজীবনই আমার নিজস্ব স্টাইলে চলেছি। সেটিই আমার ভক্তরা দারুণভাবে গ্রহণ করেছেন। তাই নিজেকে ভাঙছি এটা ভুল কথা। বরং আমার এই চলাচলের স্টাইলকেই দর্শকরা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছেন। গত ১ বছরে দু-তিনটি নতুন কোম্পানি তাদের ইউটিউব চ্যানেল আমার গান দিয়ে প্রতিষ্ঠিত করেছে। তাই আল্লাহর প্রতিও শুকরিয়া যে, ইন্ডাস্ট্রিকে প্রতিনিয়ত কিছু দিতে পারছি আমি।’

উল্লেখ্য, খুব শিগগিরই দুটি নতুন ধারার গান নিয়ে আসিফ আকবর আসছেন। যেখানে তরুণ মুন্সী, সাদাত হোসাইন, রাজীব আহমেদ থেকে শুরু করে আসিফ আকবরের নিজস্ব টিম কাজ করছেন গানের গীত রচনায়। সুর-সঙ্গীতও করছেন অনেকে।