সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইনডেক্স মিডিয়া স্টার এ্যাওয়ার্ড ২০১৮ রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন।
ইনডেক্স মিডিয়া এই আয়োজনটি প্রতিবছরই করে থাকে। এখানে সম্মাননা দেয়া হয় প্রতিভাবান সেলিব্রেটিদের। এবারও ৮টি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়েছে। চলচ্চিত্র, মডেল, সঙ্গীত, সাহিত্যিক, কবি, ফ্যাশন ডিজাইনার ও সফল ব্যবসায়ীদের মাঝে।
এছাড়া দুইজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একজন সফল সংগঠন ও সাংবাদিক নবনির্বাচিত বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও গ্রিনিজ বুকে তবলা বাদক হিসেবে তিনবার হ্যাট্টিক করেছেন তবলা বাজিয়ে এবং বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছা দূত পন্ডিত সুদর্শন দাসকে।
ইনডেস্ক মিডিয়ার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা জিএম শামসুল হুদা। ইনডেক্স মিডিয়ার কর্ণধার ও রকমারি সংবাদের সম্পাদক মন্ডলির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ততথ্য পত্রিকার সম্পাদক কবি শাহীন রেজা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইকবাল কবীর মোহন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব রিফাত আলম ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনার মহিদুল ইসলাম।
অনুষ্ঠানটির আয়োজক রকমারি সংবাদের সম্পাদক ও ইনডেক্স মিডিয়ার কর্ণধার লিপু খন্দকার জানান, ইনডেক্স মিডিয়ার আয়োজনে চলচ্চিত্র, নাটক, সংগীতসহ ৭টি বিভাগে ৩০ জনকে সম্মাননা প্রদান করা হলো।
যারা যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন- মোল্লা জালাল, পন্ডিত সুদর্শন দাস, জিএম শামসুল হুদা, জয়নাল আবেদীন, কবি শাহীন রেজা, শিহাব রিফাত আলম, মহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, তৌফিক অপু, মহিউদ্দিন পলাশ, আপেল মাহমুদ, শারমিন নাহার লিনা, শম্পা হাসনাইন, মিস্টি মারিয়া, বিন্দিয়া খান, সাদিয়া মির্জা, ছিমি ছিমরান, বিন্দিয়া কবির, মোয়ারুল ইসলাম রিবেল, সাচিনুর সাচি, কেয়া মনি, শেখ মনোয়ার নাহিদ, আহমেদ সাব্বির রোমিও, স্বপ্না আক্তার বুবলী, এডলফ খান, আরজে সাইমুর, এসএম জনি, জুলফিকার জাহেদী, দেওয়ান নাজমুল, তানিয়া হাসান, তাহমিনা বেগম, তুহিন হোসাইন, মুন্না চৌধুরী, রিয়া ইমতিয়াজ, কুতুব খান, আলমগীর আলম, পলি রহমান, হালিম খান, সূর্য রাজ সানজিদা নিপা প্রমুখ।


























