গত ১৫ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে ক্যাম্পাসে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চালু করা হয়। ছাত্রলীগের এমন কার্যক্রমে অভিভূত হয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা।
এদিন ‘জয় বাংলা বাইক সার্ভিস’ ছাড়াও সুপেয় পানির ব্যবস্থা করে ঢাবি ছাত্রলীগ। পরীক্ষার্থীদের সুবিধার জন্য গনিত বিভাগের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ। পরিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি এবং ব্যাগ রাখা হয় সেখানে।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের মধ্যে ঢাবি ছাত্রলীগের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয়। এদিন এক অভিভাবকের জন্মদিন ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে ঢাবি ছাত্রলীগ কেক কেটে তার জন্মদিন পালন করে। এমন দৃশ্যে আশেপাশের সকল অভিবাভকরা অভিভূত হন।