টানা চার কার্যদিবস পতনের পর মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৭৩১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে ডিএসইতে আজ লেনদেন ৩৫ কোটি টাকা বেশি হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৯৫ লাখ টাকার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬২ ও ১৯০৫ পয়েন্টে।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে ১৬৬টি বা ৪৯.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২৮টি বা ২৮.২০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি বা ১২.২৩ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৭৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা একটিভ ফাইনের ৬২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।
লেনদেনে এরপর রয়েছে- শাশা অটোস, বিবিএস কেবলস, ন্যাশনাল হাউজিং, সায়হাম টেক্সটাইল, সিঙ্গার বিডি, প্যারামাউন্ট টেক্সটাইল এবং নাহি অ্যালুমিনিয়াম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৩০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫১ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। সিএসইতে আজ মোট ২৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

























