০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬

হাঙরের হানায় মৃত্যু মার্কিন যুবকের

হাঙরের আক্রমণে প্রাণ গেল এক মার্কিন সার্ফারের। শনিবার ম্যাসাচুসেটসের কেপ কডের নিউকম্ব হলো সৈকতের ঘটনা। আট দশক পরে ম্যাসাচুসেটসে ঘটল এমন ঘটনা।

এর আগে, ১৯৩৬ সালে ম্যাসাচুসেটসে হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছিল ষোলো বছরের এক কিশোরের। তারপর দীর্ঘ সময় ম্যাসাচুসেটস উপকূলে হাঙরের দেখা মেলেনি। তবে গত মাসে এ কেপ কডেই হাঙরের আক্রমণে গুরুতর জখম হন উইলিয়াম লিটন নামে এক জন। এখনও হাসপাতালে ভর্তি তিনি।

গত শনিবার নিউকম্ব হলোতে মারা যাওয়া ব্যক্তির নাম আর্থার মেডিকি। ছাব্বিশ বছরের আর্থারের বাড়ি ম্যাসাচুসেটসেরই রিভিয়েরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা পানির মধ্যে হাঙরের লেজ নড়তে দেখেন পান। হুট করে আর্থারের বাঁ পায়ে কামড় বসায় হাঙর। কোন মতে নিজেকে ছাড়ান আর্থার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশন’র উদ্যোগে আদর্শ সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা

হাঙরের হানায় মৃত্যু মার্কিন যুবকের

প্রকাশিত : ০৯:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

হাঙরের আক্রমণে প্রাণ গেল এক মার্কিন সার্ফারের। শনিবার ম্যাসাচুসেটসের কেপ কডের নিউকম্ব হলো সৈকতের ঘটনা। আট দশক পরে ম্যাসাচুসেটসে ঘটল এমন ঘটনা।

এর আগে, ১৯৩৬ সালে ম্যাসাচুসেটসে হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছিল ষোলো বছরের এক কিশোরের। তারপর দীর্ঘ সময় ম্যাসাচুসেটস উপকূলে হাঙরের দেখা মেলেনি। তবে গত মাসে এ কেপ কডেই হাঙরের আক্রমণে গুরুতর জখম হন উইলিয়াম লিটন নামে এক জন। এখনও হাসপাতালে ভর্তি তিনি।

গত শনিবার নিউকম্ব হলোতে মারা যাওয়া ব্যক্তির নাম আর্থার মেডিকি। ছাব্বিশ বছরের আর্থারের বাড়ি ম্যাসাচুসেটসেরই রিভিয়েরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা পানির মধ্যে হাঙরের লেজ নড়তে দেখেন পান। হুট করে আর্থারের বাঁ পায়ে কামড় বসায় হাঙর। কোন মতে নিজেকে ছাড়ান আর্থার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।