১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

নরকেও জায়গা হবে না শাহরুখ খানের!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • 306

বলিউড সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করার সূত্র ধরে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ছবিতে দেখা গেছে, হিন্দু দেবতা গণেশের পূজার করছে তার ছোট ছেলে আব্রাম।

ছবিটি পোস্ট করার দুই দিনেই এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, যার বেশিরভাগই নেতিবাচক।

একজনই সন্দেহ প্রকাশ করেছেন, ‘শাহরুখ মুসলমান না হিন্দু সে বিষয়ে।’ ইব্রাহিম নামে একজন লিখেছেন, ‘মুসলিম হয়েও এসব করছেন নরকেও জায়গা হবে না।’

আরেকজন লিখেছেন, ‘এখনও সময় আছে তওবা করে ফেলেন।’ কবীর নামে এক ব্যক্তি লিখেছেন, ‘নিজেকে মুসলমান বলে পরিচয় দেবেন না।’

শাহরুখের স্ত্রী গৌরি মুসলমান নন। ওই ছবির সূত্র ধরে অনেকে আরও এক ধাপ এগিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন। তারা স্ত্রী, মেয়ে, ছেলেদের ইসলাম ধর্মে প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দিয়েছেন শাহরুখকে। তাদের দাবি, পরিবারের সবাইকে ইসলাম ধর্মে দীক্ষিত না করলে শাহরুখ নিজেকে মুসলমান দাবি করতে পারেন না।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নরকেও জায়গা হবে না শাহরুখ খানের!

প্রকাশিত : ১২:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮

বলিউড সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করার সূত্র ধরে বিতর্কের মুখে পড়েছেন তিনি। ছবিতে দেখা গেছে, হিন্দু দেবতা গণেশের পূজার করছে তার ছোট ছেলে আব্রাম।

ছবিটি পোস্ট করার দুই দিনেই এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, যার বেশিরভাগই নেতিবাচক।

একজনই সন্দেহ প্রকাশ করেছেন, ‘শাহরুখ মুসলমান না হিন্দু সে বিষয়ে।’ ইব্রাহিম নামে একজন লিখেছেন, ‘মুসলিম হয়েও এসব করছেন নরকেও জায়গা হবে না।’

আরেকজন লিখেছেন, ‘এখনও সময় আছে তওবা করে ফেলেন।’ কবীর নামে এক ব্যক্তি লিখেছেন, ‘নিজেকে মুসলমান বলে পরিচয় দেবেন না।’

শাহরুখের স্ত্রী গৌরি মুসলমান নন। ওই ছবির সূত্র ধরে অনেকে আরও এক ধাপ এগিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন। তারা স্ত্রী, মেয়ে, ছেলেদের ইসলাম ধর্মে প্রশিক্ষণ দেয়ার পরামর্শ দিয়েছেন শাহরুখকে। তাদের দাবি, পরিবারের সবাইকে ইসলাম ধর্মে দীক্ষিত না করলে শাহরুখ নিজেকে মুসলমান দাবি করতে পারেন না।